বাঙালীর প্রাণপুরুষ : শিবব্রত গুহ


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২২:০৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১১


বাঙালীর প্রাণপুরুষ হে বঙ্গবন্ধু,
তুমি, জাগিয়েছিলে বাঙালী জাতির মনে আশা,
তাঁদের মনে জুগিয়েছিলে,
প্রবল ভরসা।
তুমি দীপ্ত কন্ঠে,
পাক সেনাদের অত্যাচারের প্রতিবাদ করেছিলে,
তুমি, পাক সেনাদের চোখে চোখ রেখে,
লড়াই করতে বাঙালী জাতিকে শিখিয়েছিলে।
তোমার সুযোগ্য নেতৃত্ব, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল বাঙালী জাতিকে,
বাঙালী জাতি মুক্তি চেয়েছিল,
পরাধীনতার থেকে।
শত অত্যাচারেও তোমাকে,
টলানো যায়নি,
তোমার অবদান আজও,
বাঙালী জাতি ভোলেনি,
ভোলেনি,
ভোলেনি।


শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top