সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আমিই তাঁর প্রতিচ্ছায়া, সোনালী সন্তান : জোবায়ের মিলন


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২২:৪৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৬:০৩

 

মৃত্যু তো হাতের মুঠোয়-
আঙুলের ডগায় বসিয়ে রেখেছি
ফড়িংয়ের মতো,
তুড়ি দিলেই উড়ে যাবে সে. . .
ভয় দেখাও কাকে
কাকে দেখাও মৃত্যুর ভয়?

তুমি কি চেনো- জাতির পিতাকে
তুমি কি জানো- বঙ্গবন্ধুকে
তুমি কি শুনেছ ‘শেখ মুজিবুর রহমান’ এর নাম
তুমি কি দেখেছ তাঁর উত্তাল সূর্য্যিত পাঠশালা?
যাও মূর্খ, যাও নরাদম, যাও- চিনে আসো বত্রিশ নম্বর বাড়ি
শুনে আসো তাঁর অমিত কন্ঠস্বর; জেনে আসো তাঁর
অমর বীণার মর্ম। যাও, দেখে আসো এক-
বিপ্লবীর শিল্পীত গল্পের সুতিকাগার
তারপর জীবন নিতে এসো-
প্রস্তুত আছি।
না হলে তোমাকেই দাঁড়াতে হবে মুখোমুখী
উত্তর দিতে হবে যা করি প্রশ্ন আমি. . .

মৃত্যু! সেও সহজ নয়
ছেড়ে দিলেই সে চলে যায়, এমন নয়;
কেউ নিতে চাইলেই সে- তার হয়ে যায় সেও নয়;
মৃত্যই জানে সে কবে হবে নিরুদ্দেশ।
আমি জানি, ওই মহান পুরুষ শেষতক ফিরেছিলেন
একমাত্র ন্যায়ের বিপুলা বীর্জের বলেই. . .আমি
তাঁরই উত্তরসূরী; তুমি ভয় দেখাও কাকে
কাকে ভয় দেখাও?
আগস্টের রক্ত ছুঁয়ে আমিই তাঁর প্রতিচ্ছায়া, সোনালী সন্তান।

 

জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top