সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আসছে মুজিব : শ্যামল বণিক অঞ্জন


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২৩:১২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:০০

 

চেয়ে দেখি বীরের বেশে
মুজিব যেন আসছে হেসে,
ঈশাণ কোনের মেঘ সরিয়ে
রোদ্র ছায়ার বাণ ছড়িয়ে
আসছে মুজিব আপন দেশে
বীরের বেশে মুগ্ধ রেশে।
ঐ যে মুজিব আসছে ছুটে
সকল বাঁধার পাহাড় টুটে,
পথের কাঁটা পায়ে দলে
মুজিব আবার আসছে চলে।
ঐ যে শোন নীলাঞ্চলে
সুরে পাখি যাচ্ছে বলে,
সাগর নদীর স্রোতধারায়
শহর গ্রামে পাড়ায় পাড়ায়
অলিগলি পথে রথে
নানান জনের হরেক মতে,
কন্ঠে সবার একই ধ্বনী
আসছে মুজিব নয়ন মনি।
আসছে মুজিব আসছে মুজিব
গড়তে এদেশ করতে সজীব,
মুছে দিতে সব ভেদাভেদ
রাগ অভিমান হিংসাও জেদ।
গরীব ধনীর লড়াই তফাৎ
জাত ধর্মের বড়াই বিবাদ,
দুর্নীতি আর দু:শাসনে
চিরতরে অবসানে।
আসছে মুজিব,যাচ্ছে দেখা
ফুটছে যেন আলোর রেখা,
আসছে মুজিব স্মিত হেসে
নিজের গড়া বাংলাদেশে।
দেখছি তো রোজ স্বপ্ন কতো! 
এমন হলে ভালোই হতো।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top