সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কেবল তোমারই আকর্ষণে : মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২১:০১

আপডেট:
১৮ মে ২০২৪ ২১:৪৭

 

সরষে ফুলের পাপড়ি নেড়ে নেড়ে যাব আমি উড়ে
কিংবা প্রজাপতির পাখনা মেলে, আমি
যাব উড়ে দূরে বহুদূরে-কাঙ্খিত মঞ্জিলে
যেন দিগন্তের শেষ সীমানায়-
অথবা অনুভূতির এমন এক অজানা জগতে
যা কখনো কারও দেখা হয়নি চক্ষু মেলে!
গোলাপ, বেলি, জুঁই, চামেলী কিংবা
হাস্নাহেনার রেনু থেকে
অথবা তিলক ফুলের কোমল পরাগ রেনুতে বসে
আমি লুটে নেব যে মধু-
তা সঞ্চয় করে রাখব কেবল তোমারই জন্যে।
তোমাকে কাছে পাবার অপেক্ষায় এখনও প্রহর গুনি
ডায়েরির পাতায় এখনও লিখে রাখি দু'টি উক্তি
কয়েকটি ছন্দ অথবা কবিতার একটি পংক্তি
কেবল তোমারই জন্যে এবং তোমারই ভালোবাসার টানে-
এখনও দেখি নদী তার আপন গতিতে বহমান
বসন্তে কোকিল এখনও করে গান-
বকের সারি আজও ডানা মেলে উড়ে যায় মঞ্জিল পানে
যমুনার বাঁধ ভাঙ্গা তীরে কাশফুল ফুটতে দেখি এখনও
কচুরিপানার মুচকি হাসিতে আজও মন ভরে যায় আনন্দে
এখনও নীলিম আকাশের উদার ভালোবাসার আহবানে
আমি হারিয়ে যাই তারাদের মেলায় অচেনা জগতে-
কেবল তোমারই ভালোবাসার টানে এবং তোমারই আকর্ষণে
আজও ঝিঁঝিঁ পোকার বিরক্তিকর কর্কশ সুরের ব্যঞ্জনায়
অথবা যমুনার নিরবধী বয়ে চলা কল-কলতানে
কিংবা চড়ুই পাখির কিচিরমিচির কলরবে
কেবল তোমারই সুললিত কন্ঠস্বর শুনতে পাই।
তোমাকে আজও জোনাকিদের দলে খেলতে দেখি
ময়ূরীর পেখম দোলানো নৃত্যে কেবল তোমারই সৌন্দর্য খুঁজি-
তুলির আঁচরে তোমার ছবি আঁকতে ভুলিনি আজও
তোমার মিষ্টি হাসির ঝিলিকে ভুলে যাই সকল যাতনা
অথচ এখনও জানা হয়নি একটি জিজ্ঞাসার জবাব
যা আমি ভাবছি তা আমার কল্পনা, নাকি-
তুমি এর উত্তর বলবে কিনা তা আমার জানা নাই-
আমার আশংকা-হয়তো বলবে---নতুবা-
কিন্তু আমি-
হ্যাঁ, আমি কবি, গড়ব কবিতার তাজমহল
পংক্তিতে পংক্তিতে রাঙগিয়ে নেব তোমার ছবি
আর-
সরষে ফুলের পাপড়ি নেড়ে নেড়ে
কিংবা প্রজাপতির পাখনায় ভর করে হলেও
আমি তোমার পাশে গিয়ে বসতে চাইব চুপটি করে
শুধু তোমারই ভালোবাসার টানে এবং তোমারই আকর্ষণে-
কিন্তু, তুমি কি পারবে আমাকে আপন করে নিতে?-
অথবা তোমার সহযাত্রী বানাতে পারবে কি আমায়?-
আমার বিশ্বাস তুমি আমাকে ঠেলে দিবে না দূরে
তুচ্ছ জ্ঞান করে, অথবা-
হৃদয়ের একান্ত এ অভিব্যক্তি কেবল আমার এবং আমারই।-

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
কবি ও লেখক

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top