সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


পলিমাটি : মাসুদ পারভেজ


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ০১:০২

আপডেট:
৩১ আগস্ট ২০২০ ০১:০৩

 

আমাদের গোড়ায় পলিমাটি,
বছরে দু'একবার টংকাবতী কিস্তিতে দিয়ে যায়
আমরা উর্বর হই, সাথে সবুজ গাছপালা;
আমাদের সাথে সাথে তারাও বেড়ে ওঠে।
তারা এখন পরিণত- কোনটা ফলজ, কোনটা সুঠাম দেহে আকাশের সাথে কথা বলে।
আমরা আকাশ দেখি না, তারপরে আরো কিছু ।
নিচে দেখার প্রশ্নই উঠে না, আমরা এত নীচ না।
আমাদের কেউ কেউ কাঠমিস্ত্রি- গাছ কেটে পালং বানায়,
আমরা পালংয়ে শুয়ে শুয়ে মানুষ কাটার স্বপ্ন দেখি।
আমাদের পরের প্রজন্ম পলিমাটিতে উর্বর হচ্ছে- তারাও পরিণত হবে।
টংকাবতী কিস্তিতে পলিমাটি দিয়ে যায় বছরে দু'একবার।

 

মাসুদ পারভেজ
কবি
আগ্রাবাদ, চট্টগ্রাম

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top