আপন কথায় : টুটু রহমান


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪২

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৯

ছবিঃ টুটু রহমান

 

নই বিদ্রোহী নজরুল 
কবি গুরু রবীন্দ্রনাথ 
যে যার মত চলি
ভাবনাগুলো কাব্যে বলি।

কারো সাথে কারো কখনো 
হয় নাকো মিল জেনো
সত্যের সন্ধানে লিখে যাই
বিবেক জাগ্রত করি ভাই। 

বুঝতে হবে মানুষের মন
গড়তে হবে আপনজন
প্রকৃতি প্রেমে হৃদয় হবে 
খাঁটি সোনার মানুষ ভবে।

লিখতে হবে সহজ ভাষায় 
আমাদেরই আপন কথায় 
সবাই যেনো বুঝতে পারে 
ধন্য সবে কয় গো তারে।

 

টুটু রহমান (মোহাম্মদ হাসিবুর রহমান)
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top