সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ধোঁয়াশা : বানীব্রত


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:২০

আপডেট:
৪ মে ২০২৪ ১৪:২৮

ছবিঃ বানীব্রত

 

মাঝরাতে ভাঙলো ঘুমের ঘোর
চারিদিকে অন্ধকার  তার মাঝে হঠাৎ
রাতের বোবা ফোনটায় জ্বলে উঠলো আলো
তারপর তার রিং টোন।

ঘুমোঘোরে অলস হাতে ধরা গলায়
বললাম  "হ্যালো"
অনেক দিন পর তোমার গলাটা...
না,  চিন্তে ভুল হয়নি আমার।

সুদুর আমেরিকা থেকে তোমার হঠাৎ মনে পড়ল..... আমাকে।
এখন তোমার  সকাল আর আমার গভীর রাত
সময় ঘুরে কতগুলো বছর পার করেছে শুধু,
কোন একদিন ধূমকেতুর মতো এসেছিলে
চলেও গেলে ধূমকেতুর মতো।

না বলে চলে গিয়েছিলে সেদিন, আবার কেন ধূমকেতুর আগমন?
তুমি আমার গলাটাও চিনতে পারনি সে সময়
আমি বলার পর তোমার চেতনা ফিরল,
অনেক কিছু বলার ছিল আমার,  না বলতে পারিনি,
তুমিও কিছু জানতে চাওনি।
ফোনটা কেটে গিয়েছিল আর আসে নি,
না সেই রাতে আর ঘুম ও আসেনি আমার চোখে,
একটা  ধোঁয়াশা থেকে গেল কেনই বা ফোন করলে আবার কেনই বা হারিয়ে গেলে,
ধোঁয়াশাই থেকে গেলো ধোঁয়াশার অন্তরালে,
ভালো থাকার মিথ্যে আস্বসনে।

বানীব্রত
পশ্চিম বঙ্গ,  ভারত


বিষয়: বানীব্রত


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top