সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অরুন আলোয় শরৎ আসে : মিনা মাশরাফী


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১

 

অরুন আলোর অন্জলী ভরে, শরৎ আসে বাংলার ঘরে
শিউলী বিছানো সৌরভ পথে চিক্ চিক্ শিশির বিন্দু লয়ে

স্নিগ্ধ ভোরে, রোদ ছিটানো শিশির ভেজা ঘাসের ডগায়
তুলতুলে মেঘ হাসে, নীল সাদা মেঘের ভেলায়
ছেড়া ছেড়া মেঘ লুকেচুরি খেলে  আকাশের গায়।

রুপসী শরৎ আসে, নদী তীর ঘেসে কাশফুল সারি সারি
মধুমিতা বয় শন্ শন্ সুরে দুলে দুলে গায় জারিসারি।

নদীর ঘাটে সওদাগরের নতুন নৌকা ভিড়ে
বৈঠা হাতে মাঝি গান গায় ভাটিয়ালী সুরে ।

নদীর তীরে বেঁদেরা বানায় ছইয়ের ঘর
সাপের খেলা দেখায় ওরা, সাথেই ওদের ঘর।

সবুজে বিছানো ধান কাউনের ক্ষেতে
ঢেউ খেলে যায়.. বাতাস নেচে নেচে।

শরৎ আকাশে পূর্নিমা রাতে, জোস্না হাসি ঠিকরে পড়ে
পুকুর ধারে বাঁশ বাগানের চিকন পাতা চিরে চিরে।

শরৎ শেষে ছাতিম তরু থোকায় থোকায় ফোটে
ঠিক দুপুরে ‘দুপুর মনি’ পাপড়ি মেলতে থাকে।

কাঁটা গাছে বাবলা শিবজটা,লাল গোলাপী ‘বকফুল’
মিনজিরি, স্থলপদ্ম, শ্বেত কাঞ্চন, শিউলী শরতের ফুল।

শরতের কতরুপ,সাজে বসুধা রুপে রুপে অতুল
ছয় ঋতুর বাংলায় চিনে নিতে হয় নাতো ভুল।

মিনা মাশরাফী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top