সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


তাবৎ সুখ শরতে : নূর হাসনা লতিফ


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৬

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:০০

 

আমার শব্দগুলো ঝুমুর পরতে চায়,
কথাগুলো হতে চায় সংগীতের মূর্ছনা
নদীর ধারার মত যন্ত্রণায় কিছু সান্ত্বনা।
তারা ভরা আকাশের ঠিকানা সে বহু দূরে
চেয়েও পাওয়া যায়না তাকে মুঠির ভেতরে।
জাদুর মায়ায় আমি জীবনের গল্প বলি
প্রিয়ার হৃদয়ের গোপন অভিলাষ জেনে ফেলি।
আমি ভালোবাসি শরতের স্নিগ্ধ চাঁদ
ঈর্ষার বেসাতি নেই, নেই ছলনার ফাঁদ।
যেদিকে তাকাও শান্ত শুভ্র পটোভূমি
সৌন্দর্যের মুগ্ধতায় গান ধরে মাঝি।
গরম ঠাণ্ডায় সাদা কালোর লুকোচুরি খেলা
তাল পিঠের মৌ মৌ গন্ধে আনন্দ মেলা
মনে হয় তাবৎ সুখ যেনো শরতে।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক, বাংলাদেশ  

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top