অমৃত আলিঙ্গন : রঞ্জনা রায়
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৫

মুখোশ পরা রাতগুলোর নির্ভেজাল অভিনয়
আর আমার পদ্যহীন সংসার খেলা
রোজই সিলিং ফ্যানের ঘূর্ণনে
নিজেকে জড়াতে চায় -
মন্ত্রের মায়াজালে গাঁটছড়া বাঁধা তোতাপাখি
দক্ষিণের জানালায় একটু অক্সিজেন খোঁজে।
সবুজ গাছের পাতায় শ্রাবনের টুপটাপ
তোমার দুচোখে দিনরাত আগুনের ধিকিধিকি
নারী জন্মের তৃষিত লাভায়
তুমি দিয়েছো ক্ষতের অভিশাপ
আমার গোপন গহন তৃণাঞ্চলে
প্রেমহীন উষর ফাগুন মাস।
ক্লান্তির পারদে উত্তপ্ত জ্বর বিকার
রাতে দরজা ভেঙ্গে জীবন খোঁজে
এক উদ্ধত সত্যের বন্য অভিঘাত
এক চান্দ্র পুরুষের অমৃত আলিঙ্গন।
রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: