সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বাঁচার লড়াই : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২০ ২৩:১৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৯:১৬

 

অনেকদিন থেকে একমুঠো আকাশ চেয়েছি
দিতে পারো নি,
অনেক দিন থেকে জলভরা নদী,গাছ চেয়েছি
দিতে পারো নি।

অনেক দিন থেকে স্বপ্নে চেয়েছি চাঁদ-রুটি  
দিতে পারো নি,
অনেক দিন থেকে চেয়েছি বাঁচার সংস্থান
দিতে পারো নি।

কি পারো কি তুমি, মানুষ-দল ? শুধু হিংসা, ঈর্ষা 
আর পথে বসাতে?
সামনে মানুষের সারি, পিছনে মানুষের সারি
অথচ আশা নেই, সুখ নেই।

অথচ ভালোবাসা নেই, ফুল নেই, প্রেম নেই, শরীর নেই
চারিদিকে শুধু দাও, দাও শব্দ,
কি নেবে তুমি? কিছুই পাবে না, সব কালে খেয়েছে,
শুধু পড়ে আছে হাড়গোড়।

এতদিন চেয়েছি, এবার দেওয়ার পালা,
এবার সংগ্রাম শপথ, অঙ্গীকার, অধিকারের জন‍্য মিছিল হবে,
এবার ঘরহীন, আশ্রয়হীন, খাদ্যহীন, অসহায় মানুষের জন্যে আন্দোলন হবে,
সবাইকে নিয়ে হবে মর্যাদার লড়াই।

 

ড.মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top