সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পথিক তুমি ফিরে চাও : লিপি নাসরিন 


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২১:২৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৫:৩১

 

যখন মেঘের শরীর ছুঁয়ে আকাশ ভেজে ঘামে 
তখন তোমায় লিখি চিঠি মন পবনের খামে,
তাইতো তোমার আকাশগঙ্গা ভাসিয়ে উপকূলে 
আমার স্বর্ণলতায় অরুন্ধতী সোনাগন্ধি মূলে:
আঁধার রাতের মানিকগুলি জ্বলে জ্বলে নীড়ে
তারার কাছে মিনতি জানায় কর্ম দীপন ভীড়ে,
তোমায় তখন চাই
আপনা ভারের বৈরী তাই,
তোমায় নিয়ে শুধু আমার আপন মনের খেলা
ভাঙা-গড়ার আপন ভুবন গড়ি সারাবেলা,
তাইতো তোমার মেঘ ধরতে আকাশ পেতে ধরি
নীলাচলের কুয়াশায় কেটে পাহাড় চূড়ো গড়ি
ওগো পথিক তোমার কি বলো অমৃত সুধা চাই?
তবে সুরার পাত্রটি মেলে ধরো পূর্ণ করে যাই।
আমায় তুমি আর পাবে না সজল মেঘের দেশে
আমি তখন রোদ নেশায় উড়বো ঘাসের পাশে,
জলাভূমির এই সিক্ত মাটি জারুলরাঙা রোদ
কুমোরপাড়ার চাকের ভিতর শিল্প গড়ে বোধ,
ছুটে ছুটে ক্লান্ত পায়ে হিজল ফুলের গন্ধ গায়ে
নূপুরখানি পরিয়ে দিয়ে পরাগ আলতা ছায়ে:
পথিক তুমি ফিরে চাও
কার জন্য ফেলে যাও?
তারালতায় জড়িয়ে রেখে এই যে মরণ সুখ
পদ্মকোরক ভাসিয়ে রাখে শ্যাওলা বনের মুখ।
তালবৃক্ষের ঐ আঁধার ছায়ে সন্ধ্যামণির রঙে
আমায় তুমি সাজিয়ে দিও কুচকন্যার ঢঙে,
মেঘের দুয়ার খুললো কপাট মুদ্রা তুলে নাচে 
দুধে আলতায় স্নান সারবো আগুনমুখো আঁচে,
সন্ধ্যা ঐ দূর বনে মটরশুটির নরম গায়ে 
আদর মাখে আলতো প্রাণে বক ফিঙে শুয়ে,
আবার হবে হবেই দেখা মিলবো অবুঝ প্রাণে
কচিলতার ডাঙ্গর কন্যার বাসরসজ্জা সনে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top