প্রেমাঞ্জলি : মালিহা পারভীন
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২০ ২০:৫২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৫
পর জনমে শিশির হবো
অঞ্জলিতে শিউলি ভোর,
তোমার উদাস নরম আদর
মাখবো গায়ে বিবশ ঘোর।
পরজনমে তোমায় পেলে,
নড়বড়ে এক সাঁকো হবো
পার হবে যেই আলতো পায়ে
তোমায় ছুঁয়ে কাঁপিয়ে দিবো।
পর জনমে কদম হয়ে অন্য গাছে ফোঁটো যদি,
অন্য ঘাটের নৌকা হয়ে এপার নদী কাঁপাও যদি,
বাউল বাতাস হঠাৎ হবো,
পাঁপড়ি পরাগ ঝরিয়ে দিব,
প্রবল হাওয়া উথাল পাতাল,
একূল ওকূল করবো মাতাল।
মিথ্যে পুরুষ হতেই পারো
ঘ্রানে মনে অন্য সনে -
সত্যিকারের প্রেমিক হয়ে
মিথ্যেটাকেই পাল্টে দিব।
পর জনমে আমি তোমার সত্যিকারের রাধা হবো
সকাল সন্ধ্যা সবটুকুতে স্বপ্ন হয়ে মিশে রবো।
পর জনমে আমি তোমার সত্যিকারের নারী হবো,
ঘামে তাপে জ্বরো তাপে গভীর ঘুমের চুমু হবো।
ঘড়ির কাঁটায় ,পথের ধারে প্রতীক্ষাতে চাওয়া হবো,
তোমার ছায়া আমার কায়ায় দুই মিলিয়ে এক করবো।
ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
সেগুনবাগিচা, ঢাকা
বিষয়: ডা: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: