‘একসাথে’ শব্দটি : জোবায়ের মিলন
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২০ ২৩:১৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৫

দুটি হাত নিহত, নিথর
ঠোঁটে থরথর কম্পন, বুকে টিকটিক ঘন্টাধ্বনি!
বাতাসের গা চিরে দৌড়ে চলা পা দুটি
কিছু কথা চায়
কিছু উচ্চারণ চায়একসাথে।
...‘একসাথে’ শব্দটি বিরল।
যৌথ সংসার ভেঙ্গে একক সংসারে
ঢুকেছে সাপ
ঘরের খুঁটিতে নীল-বিষ
যেন জোঁকে ধরা পায়া।
খুঁড়িয়ে খুঁড়িয়ে পার হচ্ছে লোহার স্টিমার
জলে ঢেউ নেই, জলে স্রোত নেই, জলের নেই আকাঙ্খা!
কব্জি থেকে আঙুলগুলো বিচ্ছিন্ন দ্বীপ।
‘একসাথে’ শব্দটি ফের দরকার
যৌথ সংসার প্রয়োজন আবার...না হলে
বিলিন হবে সুউচ্চ জাহাজের
তীক্ষ্ণ মিনার।
জোবায়ের মিলন
বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি, ঢাকা।
বিষয়: জোবায়ের মিলন
আপনার মূল্যবান মতামত দিন: