সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শীত এলে : নূরহাসনা লতিফ 


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২২:২৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৭:০৪

 

ভোরবেলা কুয়াশার চাদরে
মুড়ে থাকে পৃথিবী,  
হাওয়া বয় শিরশিরে
জড়ো হয় যেন শীতল ছবি।
সোনা ঝরানো ধান দোলে বাতাসে 
ছুটে চলে কৃষকের  মন
সারা বছরের কাঙ্ক্ষিত  স্বপ্ন সে
এবারে হবে যে পূরণ।
শীত মানেই  মানুষের  সমৃদ্ধ সময়
ঘরে ঘরে আনে  আনন্দ  বার্তা
মাঠ ভরা ফসলের বলয়
মন ভরে  দিয়েছে খাবার  বিধাতা।
পিঠে খাওয়ার ধূম পড়ে যায়
আকাশ বুড়ি কথা বলে অল্প।
খড় পাতার আগুন শীত কমায়
ধান যে ধান নয় রচিত হয় গল্প।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top