হাওরনামা : সাইফুর রহমান কায়েস


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ২২:২৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৫

 

তোমার চোখ যেনো কালিদহ সায়র
তোমার চোখে রাখলে চোখ
হৃদয়ে উঠে ঝড়
তোমার চোখ যেনো অমরাবতী ডুবে মরি পরষ্পর
পরিযায়ী পাখি হয়ে ফিরে যেতে চাই মাইট্যাং হাওর
তোমার দিলেতে দিলে ঠাই
আমরা হইবো অমর
তোমার খুজে নেবো আমি লাখাই চালের সুগন্ধের ভেতর
তোমার প্রেমেতে তাই ডুবিয়া মরতে চাই

 

সাইফুর রহমান কায়েস
লেখক, প্রধান সম্পাদক, শব্দকথা টুয়েন্টি ফোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top