সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বেঁচে আছি : গোপা চক্রবর্তী


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২১ ১৭:৫৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:১১

ছবিঃ গোপা চক্রবর্তী

 

এখনো বেঁচে আছি
সাড়ে তিন হাজার বছর ধরে টিঁকে থাকা ব্যাঙটির মতন।
জানি পৃথিবীতে শিউলি ঝরবে,
পশ্চিমের আকাশ গোধূলি মাখবে,
বকের ক্লান্ত ডানায় ছায়া নামবে।
ক্লান্ত অবসন্ন আমি এসব অবজ্ঞা করব অবহেলে।

আঘাত দেব আঘাত পাব
চূর্ণ করব চূর্ণ হব।
পরিচিত গন্ডি বড় প্রিয় আমার,
তাই নিজেই লক্ষণ রেখা টানি নিজের চারপাশে।
অপরিচিতের হাতছানিকে ভয় পাই ভীষণ।
একদিন তো ছাই হবই।
তবু আগলের শিকল কাটার সাহস নেই আমার।
পরিচিত অসহায় মুখগুলো বড় প্রিয়।
দূরের ঘাস দূরে বলেই ঘন সবুজ দেখায়
দূরের বনান্তও ছায়াময়।

 

গোপা চক্রবর্তী
পশ্চিমবঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top