নিজের হাতে আইন তুলে নেবেন না : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২১ ২০:৫০

আপডেট:
২৮ জানুয়ারী ২০২১ ২০:৫২

ছবিঃ সিদ্ধার্থ সিংহ

ছবিঃ সিদ্ধার্থ সিংহ

 

'আজ কালীপুজো', 'কাল জলসা', 'পরশু অমুকের মেয়ের বিয়ে'
কিংবা 'একটা ফ্রি মেডিকেল সেন্টার খুলছি আমরা'--- এই সব বলে
কেউ যদি মাঝে মাঝেই খুবলে নেয়
আপনার মাস-মাইনের একটা বড় অংশ
এবং তার পরেও যদি দিনকে দিন জুলুম বাড়তে থাকে
তবুও, 'মরার আগে অন্তত একজনকে নিয়ে মরব' ঠিক করে
হাতে আইন তুলে নেবেন না।

নতুন নতুন বাহানা দেখিয়ে
কোম্পানি যদি বলে--- আপনাদের আর দরকার নেই
জেদাজেদিতে যদি গেটে তালা ঝুলিয়ে দেয়
কারখানার সামনে ঝান্ডা-ডান্ডা পুঁতে তেরপল খাটিয়ে যদি বসে পারেন
আর তা দেখে যদি ঝাঁপিয়ে পড়ে সরকারি এবং বেসরকারি গুন্ডা
ভুল করেও রাস্তা থেকে তুলে একটা ইটের টুকরোও ছুড়বেন না।

রাস্তার ছেলেরা যদি আপনার মেয়েকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়
যদি পর দিন কাকভোরে লোকমুখে খবর পান
তার খোবলানো শরীর পড়ে আছে নদীর ধারে কিংবা নির্মিয়মান কোনও বহুতলে
বারবার নাম-ধাম দিয়ে অভিযোগ লেখালেও
থানা যদি একটুও নড়েচড়ে না বসে
কুড়িয়ে-কাঁচিয়ে লক্ষ্মীর ঘট ভেঙে
আর একটা 'রণবীর সেনা' গড়বেন না।

ও সব দেখার জন্য আমরা আছি।
যে যা পারে বলুক। বলুক---
আমাদের চোখ নেই, বুক নেই, হাত নেই
আপনি তো বুঝতে পারছেন, আমরা কী করতে পারি!

কারও কথায় কান দেবেন না।
একটু অপেক্ষা করুন
এক এক করে আমরা সব খতিয়ে দেখছি
কথা দিচ্ছি, সাচ্চা বিচার পাবেন
আপনি না পেলেও, আপনার ছেলে বা মেয়ে ঠিক পেয়ে যাবে
কোনও কারণে যদি তারা না পায়
আপনার বংশের কেউ না কেউ তো থাকবেই
কথা দিলাম।

আপনি শুধু কথা দিন
নিজের হাতে আইন তুলে নেবেন না।

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top