সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


উর্বশী নদী ও রিক্ত পুরুষের গল্প : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৩ মার্চ ২০২১ ১৯:৪৯

আপডেট:
৩ মার্চ ২০২১ ২০:১২

 

কখনও প্লাবন কখনও শান্ত
পূর্ণিমার চাঁদে মোহনিয়া নদী,
কখনও জোয়ার কখনও ভাঁটা
গোধূলির রঙে রিক্ত সে পুরুষ।

বেগবতী যৌবনা উর্বশী নদী, চলমান
জীবনের কথা এঁকেছে আহত পুরুষ,
সে এক ঘরছাড়া বাউল, বাসরের বাসি
ফুল সঁপে দেয় উত্তাল স্রোতের বুকে।

নিরিবিলি রাতভর স্রোতের শীৎকার
শুনে ক্লান্ত ঘুমায় সে পরকীয়ায় মজে,
কখনো ভাসায় তাকে, কখনো ডোবায়
নব-প্রেম খেলা করে ভাটিগাঙ বুকে।

সুরে সুরে বাঁধা পড়ে নদী, কামনার ফুলে
আবার সেজে ওঠে তাদের জীবন-বাসর,
সুখের গোলাপ বনে ঝড় ওঠে, সুরভিত
বাহারি বসন্ত-মৈথুনে তৃপ্ত নদী ও পুরুষ।

কাল থেকে কাল, ছয় ঋতু বারোমাস...
এভাবেই হিরণ্ময় প্রেম নদী ও পুরুষে
দীপ্ত হয়, কালের রাখাল সে পুরুষের
অতৃপ্ত প্রেম ভাসে উর্বশী নদীর বুকে।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top