অভিমানী তুমি : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
২৭ মার্চ ২০২১ ১৮:৩০

আপডেট:
২৭ মার্চ ২০২১ ১৮:৩৪

 

অভিমানী তুমি, স্বাধীনতাহীন
রোদ্দুর যেন এক চৈতালী আকাশ
খরায় চৌচির শীর্ন নদী,
বুভুক্ষু চাতকী তুমি
স্বাধীনতা খোঁজ,
নিবিড় হও 
গলে পরাবো
সুবর্ণ জয়ন্তীর মালা,
মুছে যাবে অভিমান। 

 

সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top