ক্যান আইলা : আফরোজা অদিতি


প্রকাশিত:
১১ মে ২০২১ ২১:৩১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৫

 

তুমি ক্যান আইলা?
মানুষগুলানের কষ্ট দ্যাখা যায় না!
সাদা কাপড়ের মদ্যি শুইয়ি থাকে
নাকে-মুখি লাগান থাকে যন্তর!
শিয়রে দাঁড়ায়ি থাকে যমদূত
তোমারই কারণে!

তুমি ক্যান আইলা?
তুমি আইসাই বিছাই নিলা কোরা
মার্কিনির রাজ্যি! তুমি ক্যান আইলা?
ক্যান আইলা?

তোমার আওনের জন্যি
মানুষ এহন ঘরবন্দী, বাইরে যাওন
এক্কেরে বারণ নয়; মুখোশের আড়ালে
যাতি হবি; একজনের লগে একজনের
মিলামিশা বারণ! বড়োই অদ্ভূত
ব্যাপার তাই না!

তোমার জন্যি কত্ত মাইনষের
কাম নাইক্কা! চাকরি নাই! ক্ষ্যাতে জনমুজুরি
নাই; ব্যবসাপাতি লাটে উঠছে! না খাইয়ি আছে
পরিবার-পরিজন লই! দ্যাখতে পাও, পাও না!
ক্যান পাও না?

কত্ত পোলাপান আজ কাঁনতাছে মা-বাপ
হারায়ি; কত্ত বইন কান্দে, কান্দে ভাই,
কান্দে পরিবার; স্বজন লইয়ি গ্যাছো
তুমি! ক্যান লইয়ি গ্যাছো?

কত্ত মাইনষের ‘আঙুল ফুইলা কলাগাছ’
হইছে দ্যাখতে পাও? পাও না! পাইবা না
তা জানি! দ্যাখতে পাওনের দরকার নাই!

শুধু জাইনা রাখো
চক্ষুকর্ণহীন অণুজীবকণা
জাইনা রাখো মানুষের অসাধ্য কিচ্ছু নাইক্কা!

মানুষ কখনও হারবে না, হারতে জানে না।

 

আফরোজা অদিতি
কবি ও কথা সাহিত্যিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top