আকাশ ভাঙা জল : গোপা চক্রবর্তী
প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২০:২৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৩
আকাশ ভাঙা জলের সঙ্গে নদীর ছলাৎ ছল
ভাঙছে বাঁধ ভাঙছে নদী গৃহ হীন মানুষের দল।
পূবের হাওয়ায় গন্ধ ঢালে হাসনাহানা জুঁই
সন্ধ্যে নামে চিলে কোঠায় ছাদের ঘরে ঐ
ঠোঁটে ঠোঁটে
আলাপনে কার্ণিশেল এক ধারে
শালিখ জুটি ভিজছে আজ মুষল বৃষ্টি ধারে।
নারী
নারী মানে গর্ভধারণ
নারী স্নেহের বান
নারী পুরুষ দুজনে
গায় যৌবনের গান।
নারী মানে মমতা
ভাত নিয়ে বসে থাকা
বিপদে আপদে সংসারের
পথ চেয়ে থাকা।
নারী জানে চোখের জল
নারী জানে সৃষ্টি
নারী অগাধ সৌন্দর্য
বিধাতার সৃষ্টি।
গোপা চক্রবর্তী
ডানকুনি হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত
বিষয়: গোপা চক্রবর্তী
আপনার মূল্যবান মতামত দিন: