সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


ঋণী : পুলক বড়ুয়া


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২০:৫৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৩৮

ছবিঃ পুলক বড়ুয়া

 

সুশীতল এ ছায়ালোক
মায়াবী এ কায়ালোক

সঘন এক ছায়ার নিচে
দাঁড়িয়ে গেলাম মায়ার নিচে

ডেকেছিল সবুজ-শ্যামল ঝর্ণা
রাঙায় যাকে বৃষ্টি-মেঘের বন্যা

দাঁড়িয়ে পড়ি বনবীথির মৌনতায়
পাশাপাশি নির্জনতার তন্দ্রায়

 

দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বীথি দাঁড়িয়ে ছবি 
দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে কবি 

দাঁড়ালো চাঁদ দাঁড়ায় তারা দাঁড়ায় রবি
দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে যাক দাঁড়াক সবি

অবয়বে মানুষ ছোট চিরদিনই,
সবার কাছে মানুষ আমি চিরঋণী।

 

পুলক বড়ুয়া
ফ্রিল্যান্সার, কবি ও কথা সাহিত্যিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top