সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সম্পর্কের ধাঁধা : অমিতা মজুমদার


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ১৮:৩৯

আপডেট:
৬ মে ২০২৪ ০৪:০৭

 

জীবনের প্রতি বাঁকে বাঁকে,
লুকিয়ে থাকে এক একটা নতুন সম্পর্ক।
কেউ শৈশবে রাস্তার পাশের ভাঁটফুলের সাথে, 
গড়ে ওঠা সম্পর্ক বয়ে বেড়ায় আমৃত্যু। 
আবার কেউ আজন্মের সম্পর্ক বলে, শপথ নেয় যে বন্ধুত্বের,
তাকেই ভুলে যায় চোখের আড়াল হলেই। 
সম্পর্কের এই জটিল রসায়ন সৃষ্টি করে,
নিরাময় অসাধ্য ক্ষত নয়তো বেদনা বিনাশী প্রলেপ।
সময়ের নিদানে দগদগে ক্ষত হয়তো হয় না,
কিন্তু দৃষ্টির আড়ালে চলে রক্তক্ষরণ।
আবার কোন নতুন সম্পর্ক ফোটায়,
অন্তরে সুবাসিত কুসুম।
সম্পর্কের এই গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে কেটে যায়,
একটা গোটা জীবন।

 

সম্পর্কের সমীকরণ
ফুলের সাথে রাতের সম্পর্ক,
যেমন নিবিড়।
আবেগী মনের সাথে ভুলের সম্পর্কও,
তেমন গভীর।
প্রায় সব ফুল ফোটে রাতের,
আঁধার কিংবা জোছনায়।
আবার জীবনের ভুলগুলো,
ঘটে যায় আবেগী মনের তাড়নায়।
এখানেও সেই সম্পর্কের রসায়ন,
যার সমীকরণ মেলে না কখনও।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top