পনের আগস্ট জাতির শোকদিবস : নূরহাসনা লতিফ


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ২১:৪৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২৩:৪৯

 

নিষ্ঠূর নিধনের পনের আগস্ট ফিরে এসেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব,
জাতির পিতা,বঙ্গবন্ধু তাঁকে হত্যা করলি,
যিনি কোটি কোটি মানুষের কর্ণধার।
ঘাতক কি ধাতুতে গড়া তোর শরীর
পবিত্র দেহের রক্ত ঝরাতে হাত
কাঁপেনি, কাষ্ঠ হয়নি কণ্ঠ নরাধম?
কি নিকৃষ্ট জীব, মানুষ নামের কলঙ্ক
ধিকৃত করে তোকে বাংলার আকাশ
বাতাস,মাটি আর মানুষ।
পৃথিবী যতদিন রবে ততোদিন
কুড়োবি রাশি রাশি ঘৃণা আর ঘৃণা।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top