সমস্ত ব্যস্ততা ফুরিয়ে গেলে : গোপা চক্রবর্তী
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৫

একদিন সমস্ত ব্যস্ততা ফুরিয়ে যায়;
ফুরিয়ে যায় অন্তরের তাগিদ।
তবু শ্লথ পায়ে হেঁটে চলি
সদ্য গজানো শহরের অলি গলি।
ল্যাম্প পোষ্টের আলো বড় অচেনা লাগে।
আঁচল থেকে খসে যায় আদরের সময় গুলো;
জীর্ণতা ঘুরে বেড়ায় শরীরী খাঁজে
ঝড়ের শেষে ক্লান্ত ডানায় তবু,আবার সাজিয়ে নিতে চেষ্টা করি ভাঙা নীড়ের খড়কূটো গুলো।
ভেঙে যাওয়া পাখনায় আবার ঝলমলে রোদ আর অনন্ত নীল আকাশ
হৃদয়ে বেজে ওঠেন সুনীল শক্তি।
গোপা চক্রবর্তী
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: গোপা চক্রবর্তী
আপনার মূল্যবান মতামত দিন: