বেঁচে আছি এখনও : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২২ ০১:২৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৪

 

বাতাসে সুরের ভাণ্ডার
আমি বাতাসের বিরুদ্ধে লড়াই করছি
জলের অগাধ সম্পদের বিবরণ
আমি জলের বিরুদ্ধে লড়াই করছি।

নীলের উপর নীল
স্তরে স্তরে
তারার আলোতে নীলকান্তমণি
আমি আবার সজাগ হই
নীলের তলায়।

ভাবছি এখন, কেনো আমি বেঁচে আছি!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top