সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


শীত মানে : আইরিন জামান


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২২ ০১:০৫

আপডেট:
৩ মে ২০২৪ ১২:৫৫

 

একঃ

শীত মানে কি বলতো দেখি?
রোদের আদর
গরম চাদর
সবজী বাজার
কুলের আচার
নানান পিঠে
পায়েস মিঠে
জমবে ভালো
কফি কালো
হালকা মেজাজ
নয় কোনো কাজ
ফুরফুরে মন
করবো ভ্রমণ
হাল ফ্যাশনের শীতের পোশাক
যতই শীত আজ আমায় শাসাক
শীতটাতো ভাই উপভোগের
নয়তো কোনো অভিযোগের

দুইঃ

শীত মানে কি বলতো দেখি?
বেড়ার ঘরে শীত মানে কি?
কনকনে রাত
ঠকঠকে দাঁত
তেলচিটৈ কাঁথা
বাতের ব্যাথা
শীতের সকাল হাড় কাঁপানি
শতেক ব্যামো আর হাঁপানি
ভরসা শুধু দিনের রোদ
তাও কি মেলে রোজ রোজ?
কাগজ টুকে আগুন জ্বালাই
সদাই ভয়ে প্রাণ কাঁপে ভাই
গতবছর এমনি করে
কলিম চাচা মরলো পুড়ে
শীত মানে তো মরণ মোদের
কষ্টে কাটে জীবন যাদের।

 

আইরিন জামান
কবি, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top