“অমর একুশ“ : মিনা মাশরাফী


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৫

 

তুমি বাংলা মায়ের শুদ্ধতম ভালবাসার সম্ভ্রম….
হৃদয় গভীরে অটুট বাঁধন
অনুভূতি অনুপম।

তুমি সন্তান হারা মায়ের শুন্য বুকে নি:সীম হাহাকার
বুলেট বিদ্ধ শহিদের রক্তস্রোত রাজপথ..একাকার।
বোনের অশ্রু সজল ছল ছল চোখ
ভাই হারানোর দু:খ কাতর শোক !

একুশ তুমি অমর …
যুদ্ধে যাওয়া সৈনিকের..বিনিদ্র প্রিয়ার কম্পিত অধর….।

বুলেট বিদ্ধ বর্ণমালার রক্তে ভেজা সোঁদা মাটির ঘ্রান…
দৃঢ় প্রত্যয়ে বুকের রক্ত ঢেলে দেয়া শহীদের প্রান …।

আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত তুমি বাংলার সম্মান..!
মাতৃভাষার বিশ্ব বিজয় পতাকা..
বিশ্বময় মাতৃভাষার প্রান।

একুশ তুমি অপরাজেয় দীপ্ত’অম্লান
বিশ্বজুড়ে বাংলা-বাঙ্গালীর সম্মান।


মিনা মাশরাফী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top