সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আমার আড়ালে আমি : টুটু রহমান


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:২৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৬:৩০

 

হঠাৎ করেই পিছন ফিরে দেখি
আমার আড়ালে আমি!

দোয়েলের শীষে ডাক দিয়ে যায় আহা!
রঙিন শৈশব।
ঘুড়ির পিছে ছোটাছুটি, কলার ভেলা,
ডুব সাঁতারে জলকেলি।

পুকুর একুরিয়ামের মাছগুলো
পুচ্ছ নেড়ে আমাকে সিক্ত অভিবাদন জানায়-
জাম্বুরার বল পায়ে কাদা মাখামাখি
ডাঙগুলি, নীরবে নিভৃতে গড়িয়ে যায় মারবেল সময়।

এসেম্বলির লাইনে দাঁড়িয়ে থাকা ঘর্মাক্ত ক্লান্ত কিশোর
লাউয়ের মাচায় লতানো লকলকে ডগার মত-
অতঃপর নিজেকে আবিস্কার করি
কলেজ ক্যান্টিনে সিঙ্গারা হাতে।

রবিবার আহা! রবিবার
ছুটে যেতাম ছায়াবাণী পূরবী হলে
মর্নিং শো'র বড় পর্দায়,
চোখ খুঁজতো তাকে বুকের গহীনে যার বসবাস।

মধুর ক্যান্টিন এনেক্স বিল্ডিং শহীদুল্লাহ হল
১০১৭ কক্ষ ডাকে আমায় অহর্নিশ,
বজ্রকঠিন আন্দোলিত হাত
সময়ের কাছে নতজানু।

অবসরের আড্ডায় ধূমায়িত চায়ের কাপে ভাসে
বন্ধুদের নির্লোভ ভালোবাসার মুখ।

 

টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top