সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দৃশ্যপট : সাঈদা নাঈম


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ২২:৩৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:৪৮

 

দৃশ্যপট স্থির.......
আবিল গন্ধে ভরে ওঠে নিঃশ্বাস
বৃষ্টি ঝরে যায় এলোমেলো হাওয়ায়।
ঝকঝকে সবুজের অরণ্য যেন স্পষ্ট।
ছাদের মেঝেতে জমে থাকা পানিটুকু
সূর্যকে গ্রহণ করছে যেন।

ঘুমবিনাশী চোখে তাকিয়ে হই বাকরুদ্ধ।
অপব্যয়ে ভরে গেছে মানুষের জীবন।
আত্মার পাখি উড়ে যাবে একদিন
ভাবে না কেও এখন।
মাটির ঘরে সোনার ধান
বাতাসের সাথে এরপরও আসে কত বান।

দৃশ্যপট ভারী হতে থাকে.......
মধ্যাহ্ন আমন্ত্রণ জানায়
কোলাহলের মাঝে স্মৃতি জেগে থাকে।
ভুলে যেতে থাকে চিত্র .....
পায়ের মল বেজে ওঠে।
চোখের দুটি জলধারা
প্রবাহ বন্ধ করে দেয়।

অলীক ক্ষোভের মাঝেও
খুঁজে নেয় রঙীন স্বপ্নগুলো
হার মেনে যায় তখন
আকাশে ভেসে থাকা কালো মেঘগুলো।।

 

সাঈদা নাঈম
(লেখক ও প্রকাশক, সংগঠক)

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top