সিডনী সোমবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, ৫ই ফাল্গুন ১৪৩১


কর্তন : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০১:০৮

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:১৫

 

অনেক তো হল।
এবার না হয় রুদ্র রোষে ঘুরে দাঁড়াও।
আচমকা তীব্র ভয় থেকে মেরুদন্ড সোজা করে,
গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াও।
দু চোখে অগ্নি জ্বেলে,
অট্টহাসিতে চারদিক কাঁপিয়ে
রক্তাক্ত সদ্য কর্তন করা শিশ্ন হাতে
দাঁড়াও কোলাহলময় রাজপথে।
বিশ্বকে অবাক করে
বিশ্বাসঘাতক প্রেমিকের শরীর খুঁচিয়ে খুঁচিয়ে
ক্ষত বিক্ষত করে
উল্লাসে নৃত্য করো মেয়ে।
ভালবাসার জন্য অপদার্থের কাছে কিসের মিনতি? হৃদয় নয়,
পুং লিঙ্গের আস্ফালন
নির্মূলের অহংকারে
শৈল্পিক ভংগিতে শিখে নাও কর্তন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top