নবরাগ : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০১:৩১

আপডেট:
৫ অক্টোবর ২০২২ ০১:৩২

 

ভালোবাসা মরে গেলে
শরীর হিমশীতল হয়,
শিরা,উপশিরা,উপত্যকায়
আরেক বসন্ত আসে যায়।

প্রেমের বয়সের গাছ,পাথর
থাকে না,থাকে না সংশয়,
লাউ ডগার মত বয়স বাড়ে...
থাকে না পিছুটান দৃশ্যত ভয়।

ভালোবাসা প্রেম হয়ে গেলে
আকাশে মেঘ জমে,বৃষ্টি হয়;
বৃষ্টি বিধৌত সমূহ চরাচরে
আশা ভরসার নবরাগ জয়।

শারদীয়া গাছে প্রেমের কুঁড়ি ফোটে
ডাল ভরে যায় ভালোবাসা ফল,ফুল;
সব গ্লানি,ঈর্ষা,হিংসা অপ্রেমের ক্ষয়...
আশ্বিনে নবরাগ ধরাধামে বিলকুল।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top