দেড় মিনিট : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০০:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৫

 

রিকশা থেকে যখন একবার নেমেই গেছো
এই রিকশায় আর উঠতে হবে না।

আলিপুর থেকে নাগের বাজার
মেট্রোয় গেলেও দেড় ঘণ্টা যেতে
দেড় ঘণ্টা আসতে
সেখানে গিয়ে যদি দেড় মিনিটও
শান্তি না পাই
যদি বিষই উগড়ে যাও সারাক্ষণ
আমি কেন থাকব?

যতই ওদের ছবিতে কালি লেবড়ে দাও
তোমার স্বামী কেন তোমাকে ছেড়ে গিয়েছিল,
যার সঙ্গে লিভ টু গেদার করতে
সে কেন পালিয়ে গিয়েছিল,
যাদের কাঁধে মাথা রেখে
শান্তিনিকেতন, সুন্দরবন, আটান্নগেটে
সূর্যাস্ত আর সূর্যোদয় দেখেছ
তারা কেন তোমার পাশ থেকে সরে গেছে
এখন বুঝতে পারি

এর পর যার সঙ্গে মিশবে
তার আগে নিজেকে একটু শুধরে নিয়ো
না হলে সেও একদিন হাত ছেড়ে চলে যাবে

রিকশা থেকে যখন একবার নেমেই গেছো
তোমাকে আর এই রিকশায় উঠতে হবে না।
আমি না হয় গঙ্গায় তিন ডুব দিয়ে নেব!

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top