মাঝে মাঝে ফিরে যেতে হয় : ডা: মালিহা পারভীন
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৩
আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৮

মাঝে মাঝে ফিরে যেতে হয়
ফেলে আসা বসন্তের কাছে।
মাঝে মাঝে কুড়াতে হয় ঝরা পাতা
দিন শেষে ।
ডাক নাম ধরে ডেকেছিল যে
বিবশ মধ্যহ্নে,
বুকের কোরকে যে রেখেছিল
গোপন চাওয়া
মাঝে মাঝে তাকে খুঁজে নিতে হয় ।
দুয়ার বন্ধের আগে দেখে নিতে হয়
অপেক্ষায় আছে কিনা কেউ,
আয়নায় লুকোতে হয় বুকের গোপন বোতাম,
মাঝে মাঝে ঘ্রান নিতে হয় শুকনো ফুলের।
ফেলে আসা বসন্তের কাছে জমা রাখা দিনে
মাঝে মাঝে যেতে হয় ফিরে -
মাঝে মাঝে রাঙাতে হয় বিবর্ণ দিন
হারানো বসন্তের বিরহ বিলাসে।
মাঝে মাঝে ফিরে যেতে হয়
ফেলে আসা বসন্তের কাছে।।
ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
সেগুনবাগিচা, ঢাকা
বিষয়: ডা: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: