সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


সারাদিন শরত সাধনা : দিলারা মেসবাহ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০২

আপডেট:
২ জুলাই ২০২০ ২২:০৯

 

সুহাসিনী শারদীয় দিন অনন্ত প্রসন্ন।
মেঘেদের ছলাকলা নৃত্যের গূঢ় আমি কী বুঝিনি?  তোমার সহাস্য সকল!
শরত আমার প্রিয়তম!  শেখাও তোমার  নব নৃত্য অথবা রাগিনী।
জাগে ভয় ভুলে যাও আমার অদেখা! সঞ্চরনশীল নই,কলকন্ঠ নই,নিভন্ত তুষের আগুন।কসম আমার প্রভুর শানে
সাধন ভজন ফিনিক্স পাখির স্মরণ। কখনো উজানে যাই সোতের শ্যাওলা,ভাটিও কেন যে ডাকে,আয় আয় আয়।...
আমাকে জাগাও তুমুল হে শরত শোভনা।বাজাও বাঁশি দলছুট আমার সমগ্র।
ভুলো না অন্যমনে,আড়ালের আমাকে।আমি জেনো জেগে আছি দীর্ঘ  দীর্ঘ রাত,আর তোমার নীল গোলা
অসীম প্রভাত। অদেখার অন্তরালে আমিও দেখি হে সমূহ অদেখা।। 

 

দিলারা মেসবাহ
কবি ও কথাশিল্পী, বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top