সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ইতিহাস সাক্ষী : সাঈদা নাঈম


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০১৯ ০২:১১

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০০:১৩

 

জন্ম থেকেই একই আলো একই বাতাস
নদীর ধারের উদাসীনতা
বটগাছের ছায়া শান্ত নদীর বুকে।
রাখালের গান, কৃষকের হাসি
মাটি দিয়ে উঠোন লেপে, করে গৃহস্থালি
গ্রামের সব ধরনের নারী।
বড় হতে হতে এখন আমি অনেক বড়
আলো তেমন, বাতাসও তেমন
বদলেছে শুধু অনুভূতি।
দিন যত যায়, অনুভব পাল্টায়।
বদলে যায় দৃষ্টিভঙ্গি।
যা কিছু আড়াল করার করে নেই সবকিছুর আগে
যা কিছু ভালো ঝেড়ে ফেলি নিজের অজান্তে।
প্রয়োজন নেই কোনোকিছুর বা চেয়ে লাভ নেই
হিসেবের খাতাটা তাই জমা দেয়া হয় না।
যা কিছু জমেছে, রয়ে গেছে হৃদসিন্দুকে
দেখাতে চাই না আমি, অতীত, বর্তমান
দেখতে চাই না ভবিষ্যৎ।
যেভাবে যেমন চলছে, চলে যাক অবিরাম।
যা কিছু আছে থাক তেমনি
লাভ কি এতে সোনার প্রলেপ দিয়ে?
জীবন কি কাটে সোনার মোহে?
জীবনের যা কিছু আছে, যতটুকু আছে
থাকুক নিজের হয়ে আজীবন ধরে।
ঠিক যেমন করে আমাদের ইতিহাস সাক্ষী হয়ে আছে।

 

সাঈদা নাঈম
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top