সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


স্বাধীনতা আসে : রওশন আরা রুশনী


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০১৯ ০০:৪১

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:১৩

 

স্বাধীনতা আসে 
সবুজ ঘাসের বুকে শিশিরের ছোয়ায় 
উঠানের ছড়ানো ধানে, শালিকের ঘুরা ফিরায়।
ফুলে ফুলে প্রজাপতি উড়ে বেড়ানোর মাঝে,
কৃষকের ঘামে ভেজা হাল-চাষের কাজে।

স্বাধীনতা আসে
বারে বারে ধানসিঁড়ি নদীটির তীরে
দূর গগন থেকে ফেরা ক্লান্ত পাখিদের নীড়ে
শঙ্খচিল উড়ে যাওয়ায়
লাজ নম্র লজ্জাবতী পাতায়।

স্বাধীনতা আসে
বেতস বনের ফাকে ফাকে
রুপালি মাছের ঝাঁকে ঝাঁকে
দোল খাওয়া কাশফুলের গায়ে
কিশোরী বউয়ের আলতা রঙা পায়ে।

স্বাধীনতা আসে
পুঁই এর লতানো সতেজ সবুজ ডাঁটায়
মায়ের বুকের শ্যামল শীতল ছায়ায়।
দিগন্ত বিথারি সর্ষে ফুলে,
কলকাকলী মুখের পবিত্র শিশুদের গালে।

স্বাধীনতা আসে
কুমড়ো ফুলে ফুলে ভরা মাচায়,
শুভ্র কপোতীর পাখায়।
পরাগ ছড়ায়ে উপলব্ধির গভীর গহনে
ষোড়শী রমনীর দর্পিত গরিমায় দীপ্ত কাননে।

স্বাধীনতা আসে
পানের বরজে শীতল আলিঙ্গঁনে
কর্পূরের পাতার ঘ্রানে ঘ্রানে।
কচুপাতার শ্রাবণ ধারায়,
সোনাধান, কলমীর, সজনে ডাটায়।

স্বাধীনতা আসে
প্রজাপতির রঙিন পাখায়
অপরুপ মায়া আর রঙের ছোঁয়ায়।
নারকেল চিরল পাতায়, কমলালেবুর স্বর্ণাভ রোদে,
মুরগির ঝাঁকের শষ্য খুঁটে খাওয়া পরম আহলাদে।

স্বাধীনতা আসে
অসংখ্য ফুলের সৌরভে,
বিরত্বের বিপুল গৌরবে
লাল কৃষ্ণচূড়ার সৌন্দর্য বিন্যাসে
অভিজ্ঞ প্রকৌশলীর শিল্পকর্ম মূল্যবান মানচিত্রের পরশে।

 

রওশন আরা রুশনী
কবি ও সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top