লিটনের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৪১

লিটনের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই সেই খড়্গ নেমে এল।



 



৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।



কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন।



এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।



আমিনুল ইসলাম নামে একজন তার ফেসবুকে লেখেন, চুরি না করলে ভারত জিতবে কেমনে? চুরি না করলে আইসিসি টিকবে কেমনে...........?





মুজাহেরুল হক রুমেন লেখেন, আইসিসিরি দাসত্বের আরও একটা পরিচয়.....





 



এমন বিতর্কিত আউটের পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। যে কারণে ৪৮.৩ ওভারে ২২২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top