'পরম করুণাময় তার কষ্টের অবসান করেছেন'
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০১৯ ০৩:৩২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:০৭

মানুষটাকে ১৯৯১ থেকে চিনি। ‘জননী’ নাটকে কাজ করতে গিয়ে। কতো কাজ একসাথে! ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে আমার বাবা।
অনেক রসিক ছিলেন মানুষটা। এমন উপাদেয়ভাবে গল্প বলতে পারতেন! তার মুখে সাধারণ ঘটনাও রসাত্মক গল্পে পরিণত হতো। হুমায়ূন আহমেদ তার গল্প বলার ভক্ত ছিলেন। এই মানুষটার ভক্ত ছিলেন। তার অভিনয়ের ভক্ত ছিলেন।
“পুষ্প, তুমি কি পেরাইভেটে গান করো?”
‘উড়ে যায় বকপক্ষী’ ধারাবাহিকের এই সংলাপটা বলার সময় তার মুখভঙ্গী, তার অঙ্গভঙ্গি এই মুহূর্তেও চোখের সামনে ভাসছে!
দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। পরম করুণাময় তার কষ্টের অবসান করেছেন। সালেহ চাচা... এবার জমিয়ে গল্প করুন হুমায়ূন এর সাথে...
(মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে সংগৃহীত)
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: