‘ট্রাম্পের পদলেহী হচ্ছে মহানবীর (সা:) দেশের বাদশাহ’


প্রকাশিত:
১৬ মে ২০১৮ ০১:২৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:২৭

‘ট্রাম্পের পদলেহী হচ্ছে মহানবীর (সা:) দেশের বাদশাহ’

গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদ করে নিজের ফেসবুক পেজ-এ একটা স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। পাঠকদের জন্য তুলে ধরা হলো।



তিনি লিখেছেন- মানুষের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা ট্রাম্প নামের একজন অমানুষ এখন। মুসলিম বিদ্বেষী এই ট্রাম্পই বিভিন্নভাবে উস্কে দিয়েছে ইসরায়েলকে। গতকাল গাজায় তারা নির্বিচারে হত্যা করেছে প্যলেষ্টাইনীদের। অদুর ভবিষ্যতে এমন আরো বহু করুণ মৃত্যু ঘটবে মধ্যপ্রাচ্য আর আফগানিস্থানে।



আফসোস, এই পিশাচের পদলেহী হচ্ছে মহানবীর (সা:) দেশের বাদশাহ সহ বহু মুসলিম শাসক!



তার এই ছোট্র স্ট্যাটাসের পর অনেকেই তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতাতম তুলে ধরা হলো। নাসরিন আক্তার- আল্লাহ তুমিতো শ্রেষ্ঠ বিচারক, মুসলিমদেরকে হেফাযত করো।



আল আমিন ইসলাম লিখেছেন- স্যার একদম মনের কথা বলছেন। আফসোস মহানবী (সঃ) দেশও চামচামি করে।



সাইম আহমেদ এর ভাষায়- ওদের জুলুম থেকে সৌদীও বাঁচতে পারবে না, একদিন সৌদীতেও তারা থাবা দিবে, সেইদিন অার বেশী দূরে নয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top