কি দুর্ভাগা বাবা মা আমরা!
প্রকাশিত:
১২ জুলাই ২০১৯ ০৬:৩৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:৩২

মেহের আফরোজ শাওন: এই বাচ্চাগুলো ফাঁসি বোঝে..?
হত্যাকারী বোঝে..??
ধর্ষণ বোঝে..???
কি দুর্ভাগা বাবা মা আমরা!
যে হাতের মুঠোয় বারবি ডল থাকার কথা সে হাতে ফাঁসির দাবি নিয়ে রাজপথে নামতে হয়েছে!!!
কন্যাশিশুর মা’য়েরা...
হাঁটতে শেখানোর পাশাপাশি আত্মরক্ষার জন্য কন্যাকে ‘তায়কোয়ান্ডো’, ‘কারাতে’, ‘কিকবক্সিং’, ‘জুডো’, ‘জিউ জিতসু’ এসব শেখান। অসৎ স্পর্শের ইঙ্গিত পেলেই যেন জায়গামতো মেরে তক্তা বানিয়ে দেয়।
এই ছবিটা গতকাল সারাদিন ফেসবুকে ঘুরেছে। আমি তাড়াতাড়ি স্ক্রল করে সরিয়ে ফেলেছিলাম। আজ খুঁজে বের করে নিজের দেয়ালে টাঙিয়ে রাখলাম। দুই হাত দিয়ে ‘সামিয়া’র নামের উপরের অংশটা শক্ত করে ধরা মাঝখানের বাচ্চাটার চোখগুলোর দিকে তাকিয়ে ছিলাম এতোক্ষণ... এই দৃষ্টির কোনো জবাব কি আছে আইনের হাতে..?
#নুসরাতের_কথা_ভুলে_গেছি
#we_want_justice_for_all_rape_victims
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: