সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বাঙালির শুদ্ধতম নাম শেখ মুজিবুর রহমান : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
১৮ মে ২০২০ ২১:১৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৮:২৮

 

বাঙালির শুদ্ধতম নাম শেখ মুজিবুর রহমান।
তুমি জাতির পিতা
তোমাকে সালাম শতকোটি বার।
তুমি এসেছিলে উল্কার মতো
আকাশে তখন দুর্যোগের ঘনঘটা
বাতাসে তখন বারুদের গন্ধ,
রক্তাক্ত জনপদ!

বিপ্লবের বাণীতে তুমি মুগ্ধ করেছিলে
সেদিনের সাতকোটি বাঙালিকে
কী যাদুমন্ত্র ছিল তোমার মোহন বাঁশিতে
যার সুরে পাগল হয়েছিল
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নওগাঁ থেকে জাফলং
পাটগ্রাম থেকে পাথুরিয়া
বংশীবাদকের মতো ছুটে চলেছিল
তোমার বাঁশির মায়াবী সুরে
জাগ্রত বাঙালি।

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ
তোমার হৃদয়ে লেগেছিল তার ছোঁয়া
উথালপাতাল করেছিল বাংলার মাঠ ঘাঠ প্রান্তর
ফুঁসে উঠেছিল বিপ্লবী জনতা
কণ্ঠে তোমার অবিনাশী 'জয় বাংলা'র শ্লোগান
কে রোধে তোমার বজ্রকণ্ঠ।
মোনায়েম, আইয়ুব, টিক্কা, ইয়াহিয়া খান,
কাহারেও করোনিকো তুমি কুর্ণিশ
তাদের বুকে মেরেছো লাথি
বাঙালিকে করেছো তুমি মহান জাতি।

স্বাধীনতার লাল টকটকে গোলাপ
তুমি বাঙালির হাতে দিয়েছিলে,
যেদিন তোমার বজ্রকণ্ঠে কণ্ঠ মিলালো বাঙালি
সেদিনই ঝাপিয়ে পড়েছিল যুদ্ধের রণাঙ্গনে
লক্ষ লক্ষ বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা।
ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে গোলাপের চারা রোপন করেছিলে তুমি,
দুর্বার গতিতে এগিয়ে গিয়েছিল তোমার স্বপ্নের সোনার বাংলা।
এক নারকীয় হত্যা কান্ডে সব তছনছ হয়ে গেলে
ক্রান্তিকালের কষাঘাতে জর্জরিত হলো
তোমার সাজানো বাগান।

পারিনি পিতা তোমাকে রক্ষা করতে
তাই চোখের জলে স্মরি তোমাকে
শ্রদ্ধায় ভালোবাসায়
বাঙালির নয়নমনি অবিসংবাদিত নেতা
মুকুটহীন সম্রাট রাখাল রাজা
জাতির পিতা বঙ্গবন্ধু
বাঙালির শুদ্ধতম নাম শেখ মুজিবুর রহমান।

 

মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top