সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আমি অমলকান্তি হতে চাই : অদিতি দে


প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ০০:৫১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০০:০৫

 

শুনেছি অমলকান্তি নাকি রোদ্দুর হতে চেয়েছিল।
হয়ত সেই রোদ যা গুড়ো গুড়ো হয়ে পড়ে মাথার ওপর
মাখিয়ে দেয় চোখে, মুখে, ঠোঁটে সোনার কণা, গায়ে হলুদ
পর্বে যেন কনের লজ্জানত চোখে বাসন্তী ভালবাসা।
কিংবা জমাট বেঁধে ভরাট করে বুকের ভেতর
যে ভেতরটা এতদিন শূন্য ছিল নিঃসঙ্গতায়
প্রতিক্ষণে ব্যাথা পেত অযাচিত রিক্ততায়।
নাকি তাপের দাবদাহে পুড়িয়ে হতাশা
ছিটিয়ে দেয় আলো অনেকটা হলুদ আবিরের মতো।
অথবা এর কিছুই নয়, শুধু মেলে ধরতে চেয়েছিল নিজেকে
শামিয়ানা হয়ে উত্তাপ বিলোতে চেয়েছিল সেই মানুষগুলোকে
যারা ঠান্ডা হতে হতে ঘুমিয়ে পড়েছে শীতঘুমের কবরে।
অমল, আমিও হতে চাই তোমার মতো,
তবে রোদ্দুর নয়। নিজেকে ঝলসে জ্বলে ওঠা হবে না আমার
আমি বরং গোধূলির মরে যাওয়া আলো হব
রেশ রেখে যাব নতুন এক ভোরের স্বপ্ন হয়ে।


বিষয়: অদিতি দে


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top