সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


হজের অপেক্ষায় ১৮ লাখ মুসল্লি, মসজিদে নববিতে প্রথম বাংলায় বয়ান


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৯ ২৩:০৩

আপডেট:
৫ মে ২০২৪ ১৭:৫১

হজের অপেক্ষায় ১৮ লাখ মুসল্লি, মসজিদে নববিতে প্রথম বাংলায় বয়ান

প্রভাত ফেরী ডেস্ক: পবিত্র হজ পালনের অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ হজযাত্রী এখন মক্কা মদিনায় অবস্থান করছেন। আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। সামনের দু-এক দিনের মধ্যে হজযাত্রীদের সবাই মক্কায় অবস্থান করবেন।



এদিকে, গত ৩০ জুলাই ২০১৯ প্রথম বারের মতো হাজিদের উদ্দেশ্যে মসজিদে নববিতে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বাংলা বয়ান করেছেন। বাংলায় বয়ানের ব্যবস্থা করায় মক্কা-মদিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলেম-ওলামা শ্রোতারা আন্তরিক ধন্যবাদ জানান।



সৌদি সরকারের হজ ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগস্ট পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান তাদের মধ্যে বিমানপথে ১৭ লাখ হাজার ৯৭৯ জন, সড়কপথে ৯৪ হাজার ৩২৬ সমুদ্রপথে ১৭ হাজার ২৫২ জন সৌদিতে গিয়েছেন।



বর্তমানে মোট হজযাত্রীদের মধ্যে মক্কায় ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন মদিনায় ৩১ হাজার ৪৩৪ জন অবস্থান করছেন।



এদিকে গতকাল ( আগস্ট) বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়। সভায় বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা বিশেষ করে মিনা আরাফায় আবাসন এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 



সভায় হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, হজ প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- মো. আজিজুর রহমান, মক্কায় মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। 



মদিনার মসজিদে নববিতে এই প্রথম বাংলায় বয়ান



বাংলা ভাষার আরেকটি জয়ের পলক উন্মোচন হয়েছে। সারাবিশ্ব থেকে মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় হজ উপলক্ষে আগমন করেন। হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো নিয়ে মক্কার মসজিদে হারাম মদিনার মসজিদে নববিতে নামাজের আগে পরে ধারাবাহিকভাবে চলে আলোচনা। বছরই প্রথম বাংলা ভাষা-ভাষীদের জন্য বাংলায় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যাতে বাংলা ভাষা-ভাষীরা সুন্দরভাবে পবিত্র হজ ওমরা পালন করতে পারে। পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top