ইমরুলের সেরা ইনিংসে বাংলাদেশের সিরিজ শুরু দারুণ জয় দিয়ে


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৮ ২৩:৫৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৪

ইমরুলের সেরা ইনিংসে বাংলাদেশের সিরিজ শুরু দারুণ জয় দিয়ে

জীবনের সেরা ব্যাটিংটা সেরা হয়ে থাকলো ইমরুল কায়েসের। ১৪৪ রানের সেরা ইনিংসটা একমাত্র ছেলেকে উৎসর্গ করার পর বাংলাদেশকে ২৮ রানে জয় এনে দিলেন।



ক্যারিয়ারের ৭৪ তম ম্যাচে ৩ তম সেঞ্চুরি ইমরুলের। আগের দুই সেঞ্চুরির থেকে এই সেঞ্চুরি ছিলো চোখে পড়ার মত ১৩ টা চার ও ৬ টা ছক্কা হাকিয়ে এই সেঞ্চুরি করেন তিনি।



২৭২ রানের চাপটা জিম্বাবুয়ের জন্য একটু বেশিই। টাইগারদের দেওয়া এই বিশাল রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলো জিম্বাবুয়ে।



রীতিমত তবে সেটি বেশিক্ষন ধরে রাখতে পারেনি। রীতিমত টাইগারদের উইকেট পাওয়ার হতাশায় ভুগাতে থাকে। তবে সেটি বেশিক্ষনের জন্য পারেননি।


{video-on}
৮ ওভারের মাথায় সিফাসের উইকেট উড়িয়ে দেন মুস্তাফিজ। বিগ হিটার এই ব্যাটসম্যানের বিদায়ে টাইগার শিবিরে একটু সস্তি ফিরে আসে। এরপর ১১ ওভারে দ্বিতীয়ত উইকেট নেন অপু। টেইলরকে বোল্ড আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলিয়েদেন।



উইকেটের চাপ কাটিয়ে উঠতে না উঠতে আবার উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ১২ ওভারের মাথায় মাসাকাজাকে রান আউটের ফাদে ফেলান ইমরুল কায়েস।



তিন উইকেট হারানোর পর সিকেন্দার রাজা ও এরভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু সেই পথে বাধা হয়ে দাড়ান অপু। ৭ রানে রাজাকে বোল্ড আউট করে পাটিয়ে দেন সাজ ঘরে।দলীয় শত রানের আগে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

ম্যাচ তখন টাইগার বোলারদের নিয়ন্ত্রনে চলে যায়। ৩৭ ওভারের মাথায় জিম্বাবুয়ের ৭ উইকেট ফেলিয়ে দেয় মাশরাফিরা। পরের উইকেট নেওয়ার জন্য এরপর আর টাইগার বোলারদের আর বেশি কষ্ঠ করতে হয়নি।

টাইগারদের সংক্ষিপ্ত স্কোরঃ লিটন (৪), ইমরুল (১৪৪), মুশফিক(১৫), মিথুন(৩৭), রিয়াদ(০), মিরাজ (১), সাইফউদ্দিন (৫০), মাশরাফি (২), মুস্তাফিজ (১)।

টাইগারদের উইকেট নিয়েছেনঃ মুস্তাফিজ ১ টা, মিরাজ ৩টা, নাজমুল ২ টা ও মাহমুদউল্লাহ ১টা।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top