দিনশেষে জিম্বাবুয়ে ২৩৬/৫


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৮ ১৪:২৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১৭

দিনশেষে জিম্বাবুয়ে ২৩৬/৫

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।



স্কোর: 

জিম্বাবুয়ে প্রথম দিন শেষে : 
২৩৬/৫ (৯১ ওভার)।



দিনশেষে জিম্বাবুয়ে : 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন রেগিস চাকাবা (২০) ও পিটার মুর (৩৭)। তারা আগামীকাল রোববার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। জিম্বাবুয়ের যে পাঁচটি উইকেটের পতন ঘটেছে তার ২টি নিয়েছেন তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।



প্রতিরোধ ভাঙলেন মাহমুদউল্লাহ



সেঞ্চুরি থেকে আর মাত্র ১২ রান দূরে ছিলেন শন উইলিয়ামস। বল হাতে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই তাকে ফেরালেন মাহমুদউল্লাহ। এর আগে রিভিউতে জীবন পাওয়া মুরকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৭২ রান করেন উইলিয়ামস। উইকেটে থিতু হওয়া উইলিয়ামসকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন বাংলাদেশ দলের অধিনায়ক। ইনিংসের ৭৪তম ওভারের তৃতীয় বলে মাহমুদউল্লাহর বলে প্রথম স্লিপে ক্যাচ নিয়ে জিম্বাবুয়ে এ তারকাকে সাজঘরে পাঠানোর কাজটি করেন মিরাজ। ১৭৩ বলে ৯টি চারে ৮৮ রানের ইনিংসটি খেলেন উইলিয়ামস।



<iframe frameborder="0" height="1000px" name="f299e95436d0948" scrolling="no" src="https://www.facebook.com/v2.9/plugins/quote.php?app_id=1845575272389014&channel=https://staticxx.facebook.com/connect/xd_arbiter/r/__Bz3h5RzMx.js?version=42#cb=f53050307d2e3&domain=www.risingbd.com&origin=https://www.risingbd.com/f96fee94550cb&relation=parent.parent&container_width=848&href=https://www.risingbd.com/sports-news/279883&locale=en_US&sdk=joey" title="fb:quote Facebook Social Plugin" width="1000px"></iframe>







রিভিউ নিয়ে বাঁচলেন মুর



আবু জায়েদ রাহীর বলে পিটার মুরকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। মুর চান রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে পড়া বলটি স্টাম্প মিস করত। ৯ রানে বেঁচে যান মুর।  



 







দ্বিতীয় সেশনেও ২ উইকেট



প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও জিম্বাবুয়ের ২ উইকেট নিয়েছে বাংলাদেশ। হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়েছেন আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম অপুর শিকার সিকান্দার রাজা। এই সেশনে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যোগ করেছে ৬৪ রান।



চা বিরতির সময় জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান। শন উইলিয়ামস ৫৩ ও পিটার মুর ৫ রানে অপরাজিত আছেন।



উইলিয়ামসের ফিফটি



ওয়ানডে সিরিজের ফর্মটা টেস্টেও টেনে আনলেন শন উইলিয়ামস। শেষ ওয়ানডেতে তিনি করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। আজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ফিফটি। ১২৪ বলে ফিফটি করতে ৪টি চার হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।



 







অপুর প্রথম উইকেট



সিকান্দার রাজাকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট পেয়েছেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। ভেঙেছে ৪৪ রানের চতুর্থ উইকেট জুটি।



বাঁহাতি স্পিনারের সোজা বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন রাজা। ডানহাতি ব্যাটসম্যান বলের লাইন মিস করে হন বোল্ড।



৫২ বলে ২ চারে ১৯ রান করেন রাজা। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১২৯। শন উইলিয়ামসের সঙ্গে যোগ দিয়েছেন পিটার মুর।



জিম্বাবুয়ের একশ



৩৬.৩ ওভারে দলীয় শতরান ছুঁয়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে তারা উইকেট হারিয়েছে ৩টি। শন উইলিয়ামস ২৭ ও সিকান্দার রাজা ৩ রানে অপরাজিত আছেন।



 







বিরতির পরই জায়েদের উইকেট



মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন আবু জায়েদ রাহী। ফিফটি করা হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন তিনি।



ডানহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়েছেন মাসাকাদজা। ১০৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ৮৫।



প্রথম সেশনে ২ উইকেট



প্রথম সেশনে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির আগে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করেছে ৮৫ রান। হ্যামিল্টন মাসাকাদজা ৫২ ও শন উইলিয়ামস ১৩ রানে অপরাজিত আছেন।



 







মাসাকাদজার ফিফটি



ওয়ানডে সিরিজে রান পাননি। তবে টেস্ট সিরিজের শুরুটা দারুণ করলেন হ্যামিল্টন মাসাকাদজা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ৪৬ থেকে চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন ৯১ বলে। এই সময়ে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।



তাইজুলের দ্বিতীয়



ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে ১২ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টেলর। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে। দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ৬ রান করে ফেরেন টেলর। জিম্বাবুয়ের স্কোর তখন ২ উইকেটে ৪৭। প্রথম দুই উইকেটই নিয়েছেন তাইজুল।



প্রথম আঘাত তাইজুলের



ব্রায়ান চারিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বল স্লগ সুইপে ওড়াতে চেয়েছিলেন চারি। কিন্তু ব্যাটেই লাগাতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৩১ বলে ২ চারে ১৩ রান করেন ডানহাতি ওপেনার।



 







বাংলাদেশ একাদশ



মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী।



জিম্বাবুয়ে একাদশ



হ্যামিল্টন মাসাজাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।



আরিফুল-অপুর অভিষেক



বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে ব্রেন্ডন মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজার।



 







টস



টস জিতে ব্যাটিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল দশটায়।



সিলেটের টেস্ট অভিষেক



দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। অন্য ভেন্যুগুলো ঢাকা (দুটি), চট্টগ্রাম (২টি), বগুড়া, ফতুল্লা ও খুলনায়।



আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে জিম্বাবুয়ে



ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীরা হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ তে। টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে তারা?


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top