সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


দীর্ঘ তিনমাস পর লা লিগার প্রত্যাবর্তনে সেভিয়ার জয়


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২৩:৫২

আপডেট:
১৩ জুন ২০২০ ২৩:৫২

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ফুটবল মাঠে ফিরেছে গত মাসে, জার্মানির শীর্ষ প্রতিযোগিতা বুন্দেসলিগা দিয়ে। বৃহস্পতিবার রাতে স্পেনের শীর্ষ প্রতিযোগিতা লা লিগাও ফিরল মাঠে। দর্শকহীন মাঠে। গ্যালারিতে তাই প্রাণচাঞ্চল্য ছিল না। তবে ফেসবুক লাইভে গ্যালারির চেয়ারগুলোকে দেখে মনে হয়েছে, গায়ে গা লাগিয়ে বসে আছেন দর্শকরা। ডাগআউটে থাকা খেলোয়াড় আর স্টাফদের দেখা গেছে মাস্ক পরিহিত অবস্থায়। প্রায় তিন মাস পর লা লিগার প্রত্যাবর্তন হলো করোনাভাইরাসের থাবায় প্রাণ হারানোদের স্মরণে নীরবতা পালন করার মধ্য দিয়ে।

নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে লা লিগার সবশেষ ম্যাচ মাঠে গড়িয়েছিল ১০ মার্চ। অনিশ্চয়তার সব মেঘ উড়িয়ে ৯৩ দিন পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে অন্যতম লা লিগার বাকি অংশ মাঠে গড়াল। ফুটবলামোদীদের কাছে এ এক সুখের উপলব্ধি, প্রাণঘাতী ভাইরাস অকালে এই প্রতিযোগিতাটি শেষ করে দিতে পারেনি। আবার মাঠে ফিরেছে। ফেরার ম্যাচে মুখোমুখি হয়েছিল সেভিয়া আর রিয়াল বেটিস। দুই দলের লড়াইকে স্পেনে বলা হয় এল গ্রান ডার্বি। সেই ডার্বিতে বেটিসকে  ২-০ গোলে হারিয়েছে সেভিয়া।

হারের পর ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানেই রয়ে গেছে বেটিস। অন্যদিকে দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে সেভিয়া। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের নিচে থাকা দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ৫০। খেলেছে ২৮ ম্যাচ। ২৭ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮, রিয়াল মাদ্রিদের ৫৬। পয়েন্টের ঝুলি সমৃদ্ধ করতে আজ রাতে মাঠে নামবে লিওনেল মেসির বার্সা, পরদিন নামবে রিয়াল।

গ্যালারিতে কৃত্রিম দর্শক আর কড়া স্বাস্থ্যবিধি মেনে লা লিগা শুরুর ম্যাচে সেভিয়ার দাপটই ছিল বেশি। পয়েন্ট টেবিলের নিচের অর্ধে থাকা বেটিস খুব একটা সুবিধা করতে পারেনি। কোনো গোল আদায় করতে পারেনি দলটি। অবশ্য প্রথমার্ধে গোল পায়নি সেভিয়াও। তবে ম্যাচের দশম মিনিটে গোল পেতে পারত দলটি। কিন্তু দুরূহ কোণ থেকে লুকাস ওকাম্পোসের শট পোস্টে লেগে ফিরে আসে। দারুণ পারফরম্যান্সে পরে ওই ওকাম্পোসই সেভিয়াকে ম্যাচ জিতিয়েছেন।

৫৬ মিনিটে ডি-বক্সের ভেতর সেভিয়ার লুক ডি ইয়ংকে ফাউল করেন মার্ক বারত্রা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি, স্পট কিকে গোল করে সেভিয়াকে ১-০ ব্যবধানে  এগিয়ে নেন ওকাম্পোস। এই নিয়ে চলতি লিগে ১১ গোল হলো তার। দলের দ্বিতীয় গোলেও এই তরুণ ফরোয়ার্ডের অবদান ছিল। প্রথম গোলের ছয় মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ব্যাকহিল করেন তিনি। বল খুঁজে নেয় ফার্নান্দোকে। দারুণ এক হেডে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সম্ভবনা জাগিয়েও এরপর আর গোল পায়নি কোনো দল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।

দশর্কশূন্য হলেও ম্যাচটা প্রাণশূন্য ছিল না। মানে খেলাটা হয়েছে দারুণ। আর ওকাম্পোস ম্যাচ শেষে যা বলেছেন তাতে তো এটাও মনে হতে পারেÑ কৃত্রিম ব্যবস্থা তাদের কাছে দর্শক উপস্থিতির অনুভূতিও একটু দিচ্ছে। ২৫ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গার বলেছেন, ‘আমাদের মনে হয়েছে দর্শক আছে মাঠে, আসলে তা নয়।’ আসলে গ্যালারিতে সাজানো ছিল সংশ্লিষ্ট দুটি দলের জার্সি আর সম্প্রচারকরী সংস্থা কৃত্রিমভাবে গ্যালারিতে যোগ করেছে দর্শক-কোলাহল। এ জন্য ফেসবুক লাইভে যারা ম্যাচ দেখেছেন, তাদের কাছে একদমই মনে হয়নি যে ফাঁকা গ্যালারির সামনে হচ্ছে খেলা।

এই আনন্দের মাঝেও উদ্বেগের জায়গা আছে। ম্যাচ ফিটনেসের অভাবে খেলোয়াড়দের চোট পাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। খেলোয়াড়দের দম কিন্তু করোনাপূর্ব সময়ের মতো নেই। পাঁচজন খেলোয়াড় বদলির নিয়মেও সব কিছু সামাল দেওয়া যাবে কি না, তা নিয়েও সংশয়ের অবকাশ থাকছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top