পেসারদের আধিক্য ওয়ানডেতে বাংলাদেশ দলে


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৮ ২২:৩৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৮

পেসারদের আধিক্য ওয়ানডেতে বাংলাদেশ দলে

 ঢাকা টেস্টে বাংলাদেশ দলে একজনও পেসার ছিলেন না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পেসারদের আধিক্য থাকবে। মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে থাকবেন। রুবেল হোসেন আছেন। আছেন মুস্তাফিজুর রহমানও।



এ বিষয়ে আজ সোমবার বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘মাশরাফি ও রুবেল ফিরতেছে। মুস্তাফিজ আছে। স্কোয়াডে যথেষ্ট পেসার আছে। তবে আমি জানি না কে কে খেলবে। এটা নির্ভর করবে উইকেটের উপর। আসলে আপনারা ম্যাচ ও সিরিজ জিততে চান। আমি মনে করি বাংলাদেশ যদি বেশি বেশি ম্যাচ জিতে তাহলে তরুণদের ক্রিকেটে আসার পথ আরো প্রসারিত হবে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পেসাররা খেলবে। তরুণরা সেটা দেখবে। তারা ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবে। এটা আসলে একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আপনি তরুণদের উজ্জীবিত করতে পারবেন খেলতে। এটাকে কেবল একটি টেস্ট ম্যাচ যেটাতে কোনো পেসার খেলেনি সেটা দিয়ে বিচার করলে হবে না।’



ঘরের মাঠে পেসাররা ভালো করলেও বিদেশে সুবিধা করতে পারে না। এ বিষয়ে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমি তেমনটা মনে করি না। আমি মনে করি এটা পেসারদের আরো ক্ষুধার্ত করে তুলবে। আমাদের কোচদের কাজ হল তাদের বাইরের সিরিজগুলো ও কন্ডিশনের জন্য পেসারদের তৈরি করা। বাইরে আপনি যত খেলবেন, ততো ওইসব কন্ডিশনে ভালো করবেন। আসলে এখনকার সময়ে আপনাকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যেকোনো পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিতে হবে।’



সামনে বাংলাদেশ নিউজিল্যান্ড সফর করবে। সেজন্য দলকে প্রস্তুত করছেন কোচ। ওয়ালশ বলেন, ‘আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা। আমাদেরকে ধারাবহিকভাবে একই জায়গায় বল করতে হবে। সমস্যা তৈরি করতে হবে। এসব নিয়ে আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি। আমরা জানি না নিউজিল্যান্ডে আমাদের জন্য কী অপেক্ষা করছে। হয়তো পেস ফ্রেন্ডলি উইকেট থাকবে। ছেলেদের নিজেদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে।’

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top