সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


মেসিকে আর্জেন্টিনায় ফেরাতে চায় প্রেসিডেন্ট


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ২২:৩৭

আপডেট:
৩ মে ২০২৪ ০৪:০৫

 

প্রভাত ফেরী: এখন প্রায় প্রতিদিনই বিশ্ব ফুটবলের বড় শিরোনামে পরিণত হচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কারণ প্রায় বিশ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে নিজের প্রিয় দল বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি।

আদৌ বার্সা ছাড়বেন কি না মেসি? ছাড়লে কোন ক্লাবে যাবেন? কত টাকায় মেসিকে কিনতে পারবে অন্য কোনো দল?- এমন সব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মেসির বার্সেলোনা ছাড়ার ব্যাপারে কোনো পাকাপোক্ত তথ্য জানা যায়নি।

সারাবিশ্ব যখন বুদ মেসির এ দলবদলের আলোচনায়, তখন এতে অংশ নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজও। তিনি চান ক্যারিয়ারের শেষ সময়ে এসে মেসি যেনো আর্জেন্টিনায়ই ফিরে যান এবং নিজের বাচ্চাকালের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন।

মেসির প্রতি এ বার্তা জানিয়ে আলভারো বলেছেন, ‘তুমি আমাদের হৃদয়ে আছো এবং আমরা কখনও তোমাকে নিজ দেশে খেলতে দেখিনি। তোমার নিজ ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করার আনন্দটা আমাদেরকে দাও।’

শুধু আলভারো ফার্নান্দেজই নয়, মেসিকে নিওয়েলস ওল্ড বয়েজে দেখতে চান ক্লাবটির সমর্থকরাও। এরই মধ্যে কয়েক দফায় মেসির জন্মস্থান রোজারিওতে মিছিল হয়েছে এ বিষয়ে। তাদের দাবি একটাই, মেসি যেনো নিজের ক্যারিয়ারের শেষ সময়টা শৈশবের ক্লাবেই কাটান।

তবে মেসির পক্ষে বার্সেলোনা এতো সহজ হতে যাচ্ছে না। কেননা রোববার লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মেসি যদি বার্সেলোনা ছাড়তে চায়, তবে তাকে বাই আউট ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো বা ৭ হাজার কোটি টাকা পরিশোধ করেই যেতে হবে। যা কি না একপ্রকার অসম্ভবই বলা চলে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top